জহুরুলের সেঞ্চুরি, চ্যাম্পিয়ন আবাহনীর বড় জয়
ঠিক যাকে বলে পাত্তা না পাওয়া! তেমন ভঙ্গিতেই ম্যাচ হারলো বিকেএসপি। গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট শুরু করলো অনায়াস জয়ে। ম্যাচ জিতলো ৬০ রানের বড় ব্যবধানে। ব্যাট হাতে জয়ের নায়ক ওপেনার জহুরুল ইসলাম। ১৪৭ বলে লিগ শুরু করলেন জহুরুল হার না মানা ১২১ রানের সেঞ্চুরি দিয়ে।